যেভাবে জানবেন আপনার ইন্টারনেটের গতি।


বর্তমান যুগ প্রযুক্তি যুগ। দিন যত যাচ্ছে আমাদের চারপাশে প্রযুক্তির ব্যবহার ততই বাড়ছে। তাই ইন্টারনেট ছাড়া এখন এক বেলাও আমাদের চলে না।

অধিকাংশ মানুষের কাছেই ইন্টারনেট এখন অনেকটাই মৌলিক চাহিদার মতো। কিন্তু আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর গতি সবসময় ঠিক থাকে না। মাঝেমধ্যেই ইন্টারনেটের গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়।

আপনার ইন্টারনেটেরর গতি কি আপনি ঠিকমতো পাচ্ছেন বা গতি যে সত্যিই কম তা বুঝবেন কীভাবে?

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন।

ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম-
 
Fast.com, 
Speedof, 
Highspeedinternet,
 Speedtest, 
Testmy

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ