ইংরেজিতে কথা বলার সহজ ১০টি টিপস!

১. ইংরাজিতে কথা বলার সময় আপনি যদি না ভেবে কথা বলতে চেষ্টা করেন, তাহলে ফ্লুয়েন্সিটা খানিক আসে। ওতে ভেবে কথা বলার সময়টা খানিক বাঁচে, আর দিব্যি গড়গড়িয়ে বলাও যায়।

২. ইংরেজিতে যারা গড়গড় করে কথা বলেন, দেখবেন তাঁরা কিন্তু মোটেই অতো গ্রামার আর টেনসের দিকে নজর রাখেন না। তাই ফ্লুয়েন্টলি বলে ফেলুন। তবে একদম আবার ভুলভাল বলে বসবেন না। একটু নজর কিন্তু আপনাকে রাখতেই হবে।

৩. সকা
লে উঠে রোজ ইংরেজি খবরের কাগজ পড়লে আপনি বাক্য, টেনস কেমন কি হয়, এমনিতেই বুঝে যাবেন। আর এর ফলে আপনার ভোক্যাবুলারিও কিন্তু বাড়বে।


৪. একটা ভাষা ঠিকভাবে বলাটা আয়ত্ত করতে গেলে শোনাটাও কিন্তু একটা পার্ট। মন দিয়ে তাই টিভিতে ইংরাজি নিউজ শুনুন। শুনুন ওখানে কীভাবে উচ্চারণ করা হচ্ছে।

৫. আয়নার সামনে দাঁড়িয়ে ইংরাজিতে কথা বলুন জোরে জোরে। ফ্লুয়েন্টলি ইংরাজিতে কথা বলার সাথে সাথে ওই স্বাভাবিক বডি ল্যাঙ্গোয়েজটাকেও যদি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না।

৬. এবার থেকে বাড়িতে বা রাস্তায়, কাজের জায়গায়, যেখানে সম্ভব, ইংরাজিতেই কথা বলার অভ্যেস করুন। দেখবেন ঠিকভাবে কথা বলতে পারলে আপনার আত্মবিশ্বাসই বেড়ে যাবে!

৭. আপনি বিভিন্ন ইংরেজি ডিবেট, ইংরেজী সিনেমা দেখার অভ্যেস করুন। এতে কিন্তু দু তরফেরই কথা বলা থাকে। ফলে কথা কী করে বলতে হয়, কথা শুনে উত্তর কী করে দিতে হয়, বা বলা ভালো কমিউনিকেট কী করে করতে হয়, তার একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়।

৮. ফর্মাল ম্যানার্স আয়ত্ত করার চেষ্টা করুন। ইংরাজিতে কথা বলার সাথে এগুলো ঠিকভাবে রপ্ত করাও কিন্তু খুব দরকার। কথার টোন প্র্যাকটিস করুন।

৯. ট্রান্সলেট করে বলার অভ্যেস ছাড়ুন। সরাসরি ইংরাজিতে ভাবুন, আর ইংরেজিতে বলুন

১০. নিজের ওপর কনফিডেন্স রাখুন। কনফিডেন্স থাকলে দেখবেন ভুল থেকেও শিক্ষা নিয়ে আবার নতুন উৎসাহে লেগে পড়ছেন।