শিক্ষার্থীদের এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানা ও শেখা খুবই জরুরি :






আপনি যদি আপনার শিক্ষাজীবনে ভালো করতে চান কিংবা কর্মক্ষেত্রে, অথবা ভাল একটি চাকরীর প্রস্তুতি হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান ও দক্ষতা বেশ গুরুত্বপূর্ণ। নিজেকে এগিয়ে রাখতে ছাত্রাবস্থায়ই কিছু কিছু সফটওয়্যারের কাজ শেখা শুরু করা উচিত।

মাইক্রোসফট ওয়ার্ড : লেখালিখির জন্য আপনি এই সফটওয়্যার টি ছাড়া অন্য কিছু আর কল্পনাই করা যায় না। এই প্যাকেজ টিতে আপনি ওয়ার্ড ফাইল থেকে শুরু করে, আপনার প্রেজেন্টেশন কিংবা হিশাব নিকাশের জন্য পাবেন এক্সেল যা প্রতিদিন আমাদের কোন না কোন কাজে লাগেই।

পাওয়ার পয়েন্ট : মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপন আপনাকে জানতেই হবে যদি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন। সনামধন্য কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বিষয়ের কোনো না কোনো কোর্সে প্রেজেন্টেশন বাধ্যতামূলক থাকে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিজে না জানলে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে।

মাইক্রোসফট এক্সেল : মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটির ব্যবহার ও প্রয়োগ জানা এখন বেশ গুরুত্বসহকারে দেখা হয়। একটা সময় ধারণা ছিল, মাইক্রোসফট এক্সেল শুধু ব্যবসা-বাণিজ্যপড়ুয়া শিক্ষার্থীদের জানা থাকলেই হলো। সময় এখন অনেক বদলেছে। বিজ্ঞান কিংবা বাণিজ্য যা-ই পড়ুন না কেন, তথ্য-উপাত্ত সঠিকভাবে সাজিয়ে উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেল শেখা খুব জরুরি। এছাড়া এক্সলের রয়েছে অনেক রকম জব অপরচুনিটি। আপনি যদি ভালো এক্সেলের ব্যবহার শিখতে পারেন আপনি নিশ্চিত ভাবে জব ইন্টার্ভিউ এ ভালো প্রায়োরিটি পাবেন।

এডোবি ফটোশপ : প্রেজেন্টেশনে ভালো ছবি উপস্থাপনের জন্য কিংবা কর্মক্ষেত্রেও হঠাৎ ছবি সম্পাদনার কাজ প্রয়োজন হতে পারে। প্রেজেন্টেশনে আপনি যা বোঝাতে চাইছেন, ঠিক আপনার মনের মতো ছবি হয়তো গুগলে পাবেন না।

এডোবি ইলাস্ট্রেটর : টুকটাক নকশার কাজ নানা প্রয়োজনেই আমাদের করতে হয়। বিজ্ঞান ও স্থাপত্য বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার এইডেড ডিজাইন বা সিএডি সম্পর্কে ধারণা থাকা জরুরি। কর্মক্ষেত্রে নানান প্রজেক্ট আর গবেষণায় সিএডি ধরনের সফটওয়্যারগুলোর বিভিন্ন প্রয়োগ দেখা যায়। অটোক্যাড আর ভেক্টরওয়ার্কসও শিখে রাখতে পারেন।

এক্ষুনি করে ফেলুন নিচের কোর্স গুলি!!

➡️ ৯০% ছাড়ে মাইক্রোসফট এক্সেল কোর্স। কোর্স লিংক:
👉 এখানে ক্লিক করুন!

➡️ ৯০% ছাড়ে পাওয়ার পয়েন্ট কোর্স। কোর্স লিংক:
👉 এখানে ক্লিক করুন!

ধন্যবাদ!