টেন মিনিট স্কুলের অ্যাফেলিয়েট পার্টনার হবেন যেভাবে! How to join in 10 Minute School Affiliate Program - 10 Minute school job

 



২০২১ সালে যাত্রা শুরু হয় টেন মিনিট স্কুল অ্যাফিলিয়েশন প্রোগ্রামের। ঘরে বসেই নিজের পড়াশোনার পাশাপাশি আয় করার একটি মাধ্যম হিসেবে কাজ করে চলেছে এই প্রোগ্রামটি। এই প্রোগ্রামটিতে টেন মিনিট স্কুলের বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করে সেল করতে পারলেই অ্যাফিলিয়েটরা পেয়ে যাবেন প্রোডাক্টমূল্যের ওপর ১৫% কমিশন!

টেন মিনিট স্কুল অ্যাফিলিয়েশনের পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটাই হয় অনলাইনে! এখন পর্যন্ত ৯ হাজারের ও বেশি অ্যাফিলিয়েটস সংযুক্ত রয়েছেন এই প্ল্যাটফর্মটিতে। তারা শুধু প্রোডাক্ট প্রমোশনের মাধ্যমেই মাসে ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। আসুন দেখে নেই কিভাবে সহজ কয়েকটি ধাপে আপনি হয়ে উঠতে পারবেন একজন সফল অ্যাফিলিয়েট পার্টনার!


ধাপ ১: প্রথমেই affiliation.10minuteschool.com ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন


ধাপ ২: “আয় শুরু করুন” বাটনে ক্লিক করুন।

ধাপ ৩: আপনার মোবাইল নম্বরটি প্রদাণ করুন।

ধাপ ৪: আপনার প্রদাণ করা নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে। সেই কোডটি এখানে প্রদাণ করতে হবে।

ধাপ ৫: এখানে আপনার এবং আপনার প্ল্যাটফর্ম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি প্রদাণ করুন।

 

ধাপ ৬: আপনার অ্যাফিলিয়েট একাউন্টের পাসওয়ার্ড প্রদাণ করুন।

ধাপ ৭: বর্তমানে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন।

 

ধাপ ৮: প্রযুক্তিবাংলা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা অ্যাফিলিয়েটদের জন্য রয়েছে কিছু স্পেশাল সুবিধা! আপনারা প্রযুক্তি বাংলা ওয়েবসাইটের স্কাউট কোড 1462  টি এখানে প্রদাণ করুন এবং সাথে সাথেই জিতে নিন ৩০ টাকা বোনাস! এরই মাধ্যমে সম্পূর্ণ হবে আপনার অ্যাফিলিয়েশন রেজিস্ট্রেশন!




অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডের বিবরণী

প্রোডাক্টসমূহ: প্রোডাক্টসমূহ পেজটিতে আপনি পেয়ে যাবেন টেন মিনিট স্কুলের সকল ডিজিটাল প্রোডাক্ট! কোর্স এবং বই মিলিয়ে আমাদের ১০০-টির ও বেশি প্রোডাক্ট রয়েছে। “কপি লিংক” বাটনে ক্লিক করলেই আপনার অ্যাফিলিয়েট লিংকটি কপি হয়ে যাবে। এই লিংকটি আপনার প্ল্যাটফর্মে প্রমোশন করার জন্য পেয়ে যাচ্ছেন অসংখ্য কন্টেন্টস! “কন্টেন্ট” বাটনটিতে ক্লিক করলেই আপনি একটি গুগল ড্রাইভ ফোল্ডারে প্রবেশ করবেন এবং সেখান থেকে পোস্টার, ভিডিওসহ সকল কন্টেন্টস ডাউনলোড করতে পারবেন।

প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। আপনার প্ল্যাটফর্মটি হতে পারে একটি ফেসবুক পেজ কিংবা গ্রুপ অথবা একটি ইন্সটাগ্রাম বা ইউটিউব চ্যানেল!

রিপোর্টসমূহ: রিপোর্টসমূহ পেজটিতে গিয়ে আপনি আপনার সেলস পারফর্মেন্স দেখতে পারবেন।

সেলস সংখ্যা: আপনার মাধ্যমে মোট যতগুলো বিক্রয় হবে সেটি সেলস সংখ্যায় অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ, মোট ৫টি কোর্স এবং ৪টি ই-বুক বিক্রয় হলে আপনার সেলস সংখ্যা (৫+৪)=৯টি।

মোট বিক্রয়: আপনার মোট যত টাকার বিক্রয় করেছেন সেটি মোট বিক্রয়ে অন্তর্ভুক্ত হবে।

মোট আয়: আপনার কমিশনের উপর ভিত্তি করে মোট বিক্রয় থেকে আপনার যত টাকা আয় হবে সেটি এইখানে অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ, মোট বিক্রয় ১০০০ টাকা হলে এবং আপনার কমিশন ১৫% হলে আপনার মোট আয় ১৫০ টাকা।

ক্লিক সংখ্যা: আপনার শেয়ার করা অ্যাফিলিয়েট লিংকে যতগুলো ক্লিক আসবে সেটি এখানে অন্তর্ভুক্ত হবে।

কনভার্শন রেট: আপনার ক্লিক এর বিপরীতে সেলস কত শতাংশ সেটি এটি দ্বারা বুঝানো হবে। উদাহরণস্বরূপ, ১০০টি ক্লিক এর বিপরীতে ৫টি সেলস হলে আপনার কনভার্শন রেট ৫%।

তাহলে দেরী কেন? প্রযুক্তি বাংলার স্পেশাল স্কাউট কোডটি ব্যবহার করে আজই রেজিস্ট্রেশন করুন affiliation.10minuteschool.com ওয়েবসাইটে এবং শুরু করুন ঘরে বসে আয় করা!


অ্যাফেলিয়েশন রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন! 






একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. আসসালামুওয়ালাইকুম,
    বাংলা টিপস, ট্রিকস এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন বিষয়ে জানতে এই নতুন ব্লগের সাথে থাকুন। chanumia.com

    উত্তরমুছুন
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)