Shikho এর যেকোনো কোর্সে ৫০% ডিসকাউন্ট পাবেন যেভাবে! Shikho Tech


বর্তমানে বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে Shikho অন্যতম। এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এমন অনেক শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করছে যেগুলো প্রশংসার যোগ্য।
এসএসসি এবং এইচএসসি সিলেবাস কভার থেকে শুরু করে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কোর্স তারা খুব সুন্দর করে তৈরি করছে এবং সেইগুলোকে অল্প মূল্যে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে।


Shikho App কেন দরকার

Shikho থেকে কোন কোর্স কেনার পরে যখন আপনি সেটাতে জয়েন করতে চাইবেন তখন আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ ব্যবহারের ফলে আপনি খুব সহজেই সেই কোর্স এ interact করতে পারবেন। অ্যাপটিতে রয়েছে অসাধারণ কিছু ফিচার যার কারণে আপনি খুব সহজে কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। যেমন এসএসসি ও এইচএসসির এনিমেটেড যে কোর্স রয়েছে সেগুলো করার ক্ষেত্রে আপনি এমন অনেক ফিচার পাবেন যেখানে আপনি সরাসরি interact করতে পারবেন।

টেন মিনিট স্কুলের যেকোনো কোর্সের প্রমোকোড পাবেন যেভাবে! 


এছাড়া প্রতিটি কোর্সের প্রতিটি অধ্যায়ে রয়েছে আলাদা নোট। আপনি অ্যাপের মাধ্যমে সেগুলো দেখে নিতে পারবেন। এই নোটগুলো খুব সহজে এবং সুন্দরভাবে উপস্থাপন করা হয় যার কারণে একজন শিক্ষার্থী খুব সহজে এগুলো বুঝতে পারে। ভিডিওতে কি বুঝানো হয়েছে সেটি নোট দেখে সহজে বুঝা যায়। এছাড়া যখন পরবর্তীতে একজন শিক্ষার্থী নোটগুলোকে দেখে তখন খুব সহজেই তারা সেটি বুঝতে পারে। কেননা নোটগুলোতে সব বিষয়গুলোকে অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়।


GKD প্রোমোকোড টি ইউজ করে পেয়ে যাও Shikho এর যেকোনো কোর্সে ৫০% ডিসকাউন্ট! 


Shikho App Download

অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। কেননা অ্যাপটি বর্তমানে শুধুমাত্র এন্ড্রয়েড মোবাইলের জন্য এভেলেবেল রয়েছে। খুব শীঘ্রই অ্যাপেল স্টোর এ লঞ্চ করা হবে বলে আমাদের ধারণা। কিন্তু যেহেতু আমরা অধিকাংশই অ্যান্ড্রয়েড ইউজার তাই খুব সহজে আমরা কিন্তু একে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে যেহেতু এই অ্যাপটিকে সিকিউর ভাবে তৈরি করা হয়েছে তাই এটির কোন ক্রাক Apk ভার্শন আপনি অনলাইনে খুঁজে পাবেন না, এবং সেটা খোঁজা উচিতও নয়।

Shikho App Download Link

উপরোক্ত লিঙ্ক থেকে আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে অফিশিয়াল অ্যাপ টি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে signin করে আপনি যে কোন কোর্স কিনতে পারবেন।


Shikho এর যেকোন কোর্সে ৫০% ছাড়

আপনি শিখো থেকে যেকোন কোর্স কিনতে GKD প্রমো কোড ব্যবহার করলে পাবেন 50% ছাড়। এটি দিয়ে আপনি প্রতিক্ষেত্রে পেয়ে যাবেন 50% ছাড়। 50% এর Shikho promo code টি হচ্ছে GKD



আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করো!







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ