যেভাবে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন! এড ছাড়া ইউটিউব ভিডিও || প্রযুক্তি বাংলা

 বিজ্ঞাপন ছাড়া ইউটিউবের ভিডিও দেখবেন যেভাবে!



 

তবে খুব সহজেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক YouTube বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখবেন যেভাবে-

সবার প্রথমে ইউটিউবে যান।

যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।

এবার ভিডিওর ইURL-এর মধ্যে youtube.com লেখার পরে একটি ডট (.) যোগ করুন। উদাহরণ স্বরূপ, যদি আপনার ইউটিউব ভিডিওর ইউআরএল হয় www.youtube.com/watch, তাহলে সেক্ষেত্রে www.youtube.com./watch?v এই ইউআরএল ব্যবহার করলেই ভিডিওতে আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

 

এখানে মূলত ইউআরএল-এর মধ্যে একটি ডট ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। সেক্ষেত্রে হোস্টনেম ম্যাচ না করার জন্য, পেজটি একাধিক ভাগে ভিউয়ারের কাছে পৌঁছে যায়।


ডাটা এন্ট্রি দিয়ে ফ্রীল্যান্সিং কোর্সটি করুন মাত্র ৯৫০ টাকায়! ভর্তি হতে ছবিতে ক্লিক করুন........


এর ফলে কোনো বিজ্ঞাপন, কুকিজ যুক্ত থাকে না। মোবাইল থেকেও এই পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে।

এছাড়া ইউটিউব ভ্যানসেড এপ্স ব্যাবহার করে একদম বিজ্ঞাপন মুক্ত ভাবে ভিডিও দেখতে পাবেন। এজন্য গুগলে YouTube Vanced লিখে সার্চ দিতে হবে এরপর ডাউনলোড করতে হবে এপ্সটি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ